র্নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধে জেরে বৃহস্পতিবার বিকালে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন, শার্শার রঘুনাথপুর বাজারের জামাল হোসেন (৪৮) ও তার ছোট ভাই তবিবর রহমান (৩৪)। তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন।
আহত জামাল হোসেন জানান, শার্শার ডিহি ইউনিয়নের পন্ডিতপুর এলাকার আইয়ুব হোসেন, সুজা উদ্দিন, লোকমান হোসেনের সাথে দীর্ঘদিন জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এঘটনায় ২০১৭ সালে মামলা দায়ের করা হয় (মামলা নাম্বার ১৭৬/১৭)।
পরবর্তীতে আদালত নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তীতে আইয়ুব হোসেন, সুজা উদ্দিন ও লোকমান হোসেনের নেতৃত্বে বিভিন্ন সময় তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে মেহেগনি গাছ কেটে নিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জামাল হোসেন ও তার ছোট ভাই তবিবর রহমানকে পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে আইয়ুব হোসেন, সুজা উদ্দিন, লোকমান হোসেন ও ফয়সাল আহমেদ, মতিয়ার রহমান, নজরুল ইসলাম, মিজানুর রহমান, জিসান, রঘুনাথপুরের জয়নাল হোসেনসহ কয়েকজন তাদেরকে গাছি দাঁ, রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৃতভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানান, তাদের মধ্যে তবিবরের মাথায় ডিপ ইনজুরি ও জামালের বাম পা দুই জায়গায় হাড় ভাঙ্গাসহ তাদের শরীরের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন। তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশংকাজনক।

 
									 
					