নিজস্ব প্রতিবেদক
রোববার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলার মোট ২৯টি পূজা ম-পে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উৎসবকালীন সময়ে ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিএনপি স্বেচ্ছাসেবকরাও প্রতিটি ম-পে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি। এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং সালাউদ্দিন আহমেদ। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস এবং সাধারণ সম্পাদক নীলকমল সিংহ বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “শারদীয় দুর্গাপূজার আনন্দ ও ঐক্য আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। বিএনপির পক্ষ থেকে সেই প্রত্যাশা রই।” সবার আগে বাংলাদেশের কল্যাণকে প্রাধান্য দিয়ে, দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয়।