মোস্তাফিজুর রহমান ও সেলিম আহম্মেদ, বাগআঁচড়া থেকে
যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বাগআঁচড়ার এক জনাকীর্ণ সমাবেশে বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় হলে নতুন বাংলাদেশের বিজয় হবে। বিজয় হবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের। বিজয় হবে গণতন্ত্রের। তিনি ধানের শীষে ভোট দেয়ার জন্য শার্শার ১৮০টি গ্রামের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান। এ জন্য তিনি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ী করার আহ্বান জানান।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়নে বিএনপি বদ্ধ পরিকর। তিনি বলেন, শিক্ষিত ও যোগ্য তরুণদের যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান করা হবে। এছাড়াও তিনি শার্শার জলাবদ্ধতা দূর করতে শহীদ জিয়াউর রহমানের পরিকল্পিত খাল খনন সম্প্রসারণ এবং প্রয়োজনীয় স্থানে সুইচগেট নির্মাণের উদ্যোগ নেবেন।
সোমবার বিকালে শার্শা উপজেলার বাগআঁচড়া মাধ্যমিক স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক ও কর্মী সভায় তিনি এসব কথা বলেন। বিকাল ৩ টার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৈঠকে যোগ দিতে দুপুর ২ টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগআঁচড়া এলাকা। উঠান বৈঠক পরিণত হয় জনসমুদ্রে। এ সময় তিনি উপস্থিত পুরুষ ও নারী ভোটারদের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন মফিকুল হাসান তৃপ্তি।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শার্শা উপজেরা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজ উদ্দিন আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।
