বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮৯ হাজার টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেলে শার্শা উপজেলার নাভারণ হাসপাতাল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের হাবিবুর রহমান ওরফে বিদ্যুৎ মেম্বার (৫২), নুর ইসলাম (৫০), মিজানুর রহমান (৫৯), কাঠশিকরা গ্রামের আলতাফ হোসেন (৪৫), ইসলামপুর গ্রামের আব্দুল আজিজ (৫২), মহিউদ্দীন সরদার (৪২), ঝিকরগাছা থানার মোবারেকপুর কলেজপাড়া এলাকার জাহিদুল হোসেন (৪৯) ও একই থানা এলাকার কৃত্তিপুর গ্রামের ইকবাল হোসেন (৪৫)।
এর মধ্যে মিজানুর রহমান ও ইউপি সদস্য বিদ্যুৎ এর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব করে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন উপজেলার নাভারণ হাসপাতাল মোড় এলাকায় জনৈক নজরুল ইসলামের ফাঁকা দোকান ঘরের মধ্যে শার্শা ইউপি সদস্য বিদ্যুৎ এর নেতৃত্বে একদল জুয়াড়ি টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য বিদ্যুৎ সহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই আসর থেকে নগদ ৮৯ হাজার টাকা জব্দ করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।