সাড়াতলা (শার্শা) প্রতিনিধি
যশোরের শার্শায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান কবির নামে দু’বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার লক্ষণপুর গ্রামে। শিশুটি ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ডিগ্রি কলেজের স্টাফ ইয়াসিন কবিরের ছোট ছেলে।
শিশুটির পিতা ইয়াসিন কবির জানান, তার শিশু দু’ছেলে এবং ভাগ্নেকে ঘরে রেখে জুম্মার নামাজ আদায় করতে গ্রামের মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে ছেলেকে খুঁজে না পেয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।