শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়িকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে নাভারন ইসলামপুর গ্রামে। আটক জুয়াড়িরা হলো কাজিরবেড় গ্রামের হারুন অর রশিদ (৫৬), মজিবর রহমান (৫২), ওয়ালীউল্লাহ (৫০), কালু মিয়া (৬২), মারুফ হোসেন (৩৮)। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান তারা দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে।
শার্শা থানার এস আই সোহানুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নাভারন ইসলামপুর মোড়ে মুজিবরের চায়ের দোকানে জুয়ার আসর বসেছে। এমন খবর পেয়ে রোববার রাত সাড়ে ১০ টার সময় শার্শা থানার এস আই কামরুল ইসলাম, এস আই উজ্বল হোসেন, এস আই হযরত আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামপুর মোড়ে মজিবরের চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়াখেলা অবস্থায় ৫ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের স্বজনরা পুলিশকে বিভিন্নভাবে বাধা দেয়। এমন খবরে নাভারন সার্কেল (ক) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ও শার্শা থানার অফিসার ইনচার্জ এম রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আটক আসামিদের থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, আটককৃতদের নামে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে ।