নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলায় কেন্দ্রীয় বিএনপির কর্যকরী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এবং শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এসময় হামলাকারীরা অফিসের চেয়ার-বেঞ্চ ভাংচুর করে।
আহতদের মধ্যে শার্শা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরের অবস্থা আশঙ্কাজনক।
এ খবর ছড়িয়ে পড়লে খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে যান এবং খোঁজখবর নেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বতর্মানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।