নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় মাইক্রোবাসের ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী কিশোর মেহেদী হাসান (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার বিকেলে শার্শার কাশিপুরে বটতলায় দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ওই গ্রামের মিলন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মেহেদী বাইসাইকেলে কাশিপুর যাওয়ার পথে বটতলায় পৌছালে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তার আত্মীয়-স্বজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভাশিষ রায় জানান, বিকেলে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল, শেষ পর্যন্ত সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।