নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ বাজার এলাকায় সোমবার অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কেতাব আলীকে (৩৮) গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা। গ্রেফতার কেতাব আলী শার্শা উপজেলার ভবের বেড় পূর্ব পাড়ার রবিউল ইসলামের ছেলে।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্র জানায়, ২০১৫ সালের ২০ ডিসেম্বর ঢাকার রমনা থানা এলাকা থেকে বিপুল পরিমান ফেনসিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন কেতাব আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। চলতি বছরের ১৪ জুন ওই মামলায় কেতাব আলীর অনুপস্থিতিতে দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- প্রদান করেন ঢাকার একটি আদালত। পলাতক থাকায় এ সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন আদালত। সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার স্বরুপদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেতাব আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
