নিজস্ব প্রতিবেদক
শার্শার গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া নুরানি ও কওমি মাদরাসার দ্বিতল ভবনের পিলার টপকিয়ে উপরে উঠতে পড়ে গিয়ে তাজমীর (১২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তাজমীর গোগা দারুসসালাম হাফিজিয়া নুরানির ও কওমি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। এর আগে গত ৮ মে রাত ২টার দিকে মাদরাসার দ্বিতল ভবনে পিলার টপকাতে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।
দারুসসালাম হাফিজিয়া নুরানি কওমি মাদরাসা কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, মারা যাওয়া শিক্ষার্থী বন্ধুদের নিয়ে রাতে মাদরাসা দ্বিতল ভবনের পাশে অবস্থিত পিলার টপকাতে গিয়ে গুরুতর আহত হয়েছিলো। এরপর তাকে যশোর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জনান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।