নিজস্ব প্রতিবেদক, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা বিএনপির দুই কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা প্রতিরোধে নামেন। এসময় দুজন সন্ত্রাসী ধরা পড়ে।
আটকরা হলেন, কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইমরান হোসেন (৩৪) এবং পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফ পারভেজ (২৩)। স্থানীয়রা জানান, দাউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের পরিবারসহ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী শাসনামলে ওই পরিবারগুলো বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনে জড়িত ছিল। গতকাল পাঁচভুলোট গ্রামের আজিবর বদ্দির ছেলে সাজু বদ্দির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দাউদখালী গ্রামে হামলা চালায়। তারা আলী হোসেন ও তার ভাই জাকির হোসেনকে পিটিয়ে আহত করে।
এ সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। গ্রামবাসী ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুই সন্ত্রাসীকে হেফাজতে নেয়। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
যশোরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, দুজনকে আটক করা হয়েছে।

 
									 
					