বেনাপোল প্রতিনিধি
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির বিশেষ টহল দল শার্শার উপজেলার কায়বা সীমান্তে এক অভিযান চালিয়ে ৭০ পিস স্বর্ণের বার ও একটি প্রাইভেটকারসহ শফিকুল ও হান্নান নামে দুই পাচারকারীকে আটক করেছে। যার ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম ও মূল্য ৬ কোটি ৫২ লাখ টাকা।
পাঁচকায়বা আম বাগানের পার্শ্ব দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাঁচকায়বা নামক স্থানে একটি প্রাইভেটকার থামিয়ে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সন্দেহজনক মনে হওয়ায় কারটি তল্লাশি চালিয়ে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ কেজি ১শ ৬৩ গ্রাম ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন এবং প্রাইভেটকারসহ বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী গ্রামের শফিকুল ইসলাম (২৯), ও চাঁদপুর জেলার কচুয়া থানার বটদৈল গ্রামের হান্নান প্রধানকে আটক করে। এ সময় শার্শা থানার গোগা এলাকার ইয়াকুব আলী ব্যাকা (৩৪) পালিয়ে যায়।
আরও পড়ুন: বেনাপোলে দুই দিন আমদানি-রফতানি বন্ধ
১ Comment
Pingback: যশোরে বিপুল গাঁজাসহ বিক্রেতা আটক - দৈনিক কল্যাণ