নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় ৮ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম একই উপজেলার বড় মান্দারতলা গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে।
শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তিনজনের একদল মাদক কারবারি গাঁজা নিয়ে বহিলাপোতা গ্রামের মাঠের মধ্যে দিয়ে আসছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নিলে ওই কারবারিরা সেখানে আসে। পুলিশি উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। তার মাথায় থাকা একটি প্লাস্টিকের বস্তায় মধ্যে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ আটক করা হয়। ওই রাতেই এই ঘটনায় শার্শা থানায় মামলা দেয়া হয়েছে।
