নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে বোমা হামলায় নিহত আব্দুল হাই (৫০)-এর জানাজা আজ রবিবার (০৮ জুন ২০২৫) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল আহসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিমুদ্দিন ও সংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, থানা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আবদুল হক, মুজিত মেম্বার, মোঃ শহিদুল ইসলাম শহীদ, শহীদ মিন্টুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে আব্দুল হাইকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।