নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের আনোয়ার হোসেনকে মারপিটের দায়ে পিতা ও ছেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ছয়জনকে খালাস দেয়া হয়েছে। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অবন্তিকার রায় এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো পশ্চিমকোটা গ্রামের রেজাউল ইসলাম ও তার ছেলে দিকুল।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের এপ্রিলে আসামি রেজাউল এক সপ্তাহের জন্য ২০ হাজার টাকা ধার নেন। রেজাউল নির্ধারিত দিনে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। তাগাদার একপর্যায়ে তিনি ১০ হাজার টাকা পরিশোধ করেন। এক মাস পার হলেও বাকি ১০ হাজার টাকা না দিয়ে ঘুরাতে থাকেন। গতবছরের ২৩ মে আনোয়ার হোসেন ফোন করে রেজাউলের কাছে পাওনা টাকা চান। রেজাউল এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় লোজন নিয়ে আনোয়ার হোসেনের বাড়িতে হামলা করে ভাংচুর ও মারপিট করেন। এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা খাতুন ৮ জনকে আসামি করে শার্শা থানা একটি মামলা করেন। এ মামলায় আসামি রেজাউল ও তার ছেলে দিকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মান্নান, আজিজ, আতিয়ার, সোহাগ, মিন্টু ও কুদ্দুসকে খালাস দিয়েছেন আদালত।
আরও পড়ুন:বেড না থাকায় বারান্দা-সিঁড়িতে রোগী