নিজস্ব প্রতিবেদক
যশোরে জাকির হোসেন নামে পলাতক এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন শার্শা উপজেলার সামটা গ্রামের হাজামপাড়ার মৃত রমজান আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, শার্শা থানা পুলিশ ২০১৭ সালের ১০ মে বাগআঁচড়ার জামতলা বাজারে অভিযান চালায়। এ সময় জামতলা-সামটা রোডের উপর থেকে জাকির হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পকেট থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে জাকির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই শেখ সুজাত আলী। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।