নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক হত্যা মামলার চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জামিন না মঞ্জুর করে করাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলো, শার্শা উপজেলার সাতমাইলের আকবর আলী, হাসান আলী, সোহরাব ও মিজান।
মামলা সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৬ নভেম্বর বাগআঁচড়ার নৌকার প্রার্থী ইলিয়াস কবীর বকুলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাক ধাবক ও তার বাবা খতিব ধাবকসহ তিনজন আহত হন।
ওই রাতেই আহতদের যশোর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে শার্শা থানায় মামলা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ নভেম্বর রাত ৩টার দিকে মোস্তাক ধাবক মারা যান। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।