নিজস্ব প্রতিবেদক: যশোর ডিবি পুলিশ বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র বিক্রেতাকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোরে শার্শার নারায়ণপুর থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো, রঘুনাথপুর গ্রামের আব্দুর রউফ রব (৪০) ও মানকিয়া গ্রামের আব্দুর রহিম (৩৫)।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার জানান, তারা নারায়ণপুর বাজারের তিন রাস্তার মোড় থেকে ওই অস্ত্রসহ তাদের আটক করে। আব্দুর রবের বিরুদ্ধে ৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।