শার্শা (যশোর) প্রতিনিধি: শার্শা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া পালপাড়ায় রাতের আধারে স্থানীয়দের তৈরি করে রাখা দুইশত পঞ্চাশটি মাটির রিং ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় পালপাড়ার নির্মল পাল, অন্ন পাল, আশ্বিন পাল, ও খগেন পাল, জানায়, আগেও অনেক বার আমাদের হাতে তৈরি মাটির রিং, হাড়ি, ভাড় এবং অন্যান্য জিনিসপত্র দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে কিন্তু আমরা ভয়ে কোন কিছু করতে পারিনা।
বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা আবারও আমাদের মাটির রিংগুলো ভেঙে দিয়েছে।
এবিষয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন ।
গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।