নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার পাকশিয়া বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ফজলুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি শার্শার টেংরালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ফজলুর রহমান পাকশিয়া বাজার হতে সাইকেলে বাড়ি ফেরার পথে পাকশিয়া বাজারে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় মারা যায় তিনি।
সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ডা. দীপান্বিতা সরকার ফজলুকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে।