নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনের দিন ঘনিয়ে আসায় বৃষ্টি সকালেও দোয়াত-কলম মার্কার গণসংযোগ ও পথসভা থেমে থাকেনি। চেয়ারম্যান প্রার্থী সোহারাব হোসেন ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন ভোটারদের কাছে। তিনি ভোট চাইছেন তার প্রতীক দোয়াত-কলমে।
শনিবার দিনভর তিনি রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে ডিহি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। শার্শা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি দোয়াত-কলম মার্কায় ভোট প্রার্থনা করেছেন।
তিনি বলেন, বিগত ১৫ বছরের উন্নয়নের সাথে স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের হাত ধরে শার্শা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। যে উন্নয়নের আলোয় শার্শাবাসী এখন আর পূর্বের সেই কাঁদামাটি ও ধুলোবালির রাস্তায় আটকে নেই। বিদ্যুৎ, রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসা, হাসপাতাল বিল্ডিংসহ চোখেপড়ার মতো অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সেজন্য শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীককে নির্বাচিত করতে হবে। একইসাথে দলীয় ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আলম সালমাকে নির্বাচিত করতে হবে।
নির্বাচনী প্রচারণায় সাথে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আলম সালমা, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমেদ মিন্টু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সাবেক চেয়ারম্যান হোসেন আলী, ইউপি মেম্বার শহিদুল ইসলাম, ইউপি মেম্বার আজিজুর রহমান, ইউপি মেম্বার রেজাউল ইসলাম, ইউপি মেম্বার সিদ্দিক জামান লাল্টু, ইউপি মেম্বার আব্দুল মান্নান, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গাজিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম তরফদার, নিজাম উদ্দিন, ডিহি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, বিপ্লব, আশিক প্রমুখ।
