বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডরমিটরির ডা. জাহিদ হাসানের কক্ষে দিনে দুপুরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে শার্শা থানায় অভিযোগ করেছেন ডা. জাহিদ হাসান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডরমিটরির ৪ নম্বর কক্ষে দীর্ঘ তিন বছর ধরে বসবাস করছেন ডা. জাহিদ হাসান। তিন বছরের মাথায় এই প্রথম বারের মতো এমন একটি চুরির ঘটনায় রীতিমত চমকে উঠেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার দিন সকালে ডা. জাহিদ হাসান নিজ কক্ষ থেকে চেম্বারে গিয়ে তিনি ১ টার দিকে ঘরে ফিরে দেখতে পান ঘরের দরজা খোলাসহ প্রয়োজনীয় আসবাবপত্র ছড়ানো ছিটানো এবং আলমারীতে থাকা গলার ও কানের স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় দামি জিনিসপত্র চুরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, চুরির ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি সিসি ক্যামেরা রয়েছে। তবে পরিবার পরিকল্পনা অফিসের সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেটি অচল। যা আমাদের না।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির বিষয়ে অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত চলছে। এখনো কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।