মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখাতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকাদের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। রবিবার ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
প্রধান অতিথি বক্তব্যে বীরেন শিকদার বলেন, ‘জাতীর জনকের হাতেগড়া ইসলামী ফাউন্ডেশনের আপনারা সকলে শিক্ষক। বর্তমান সরকার এ ব্যপারে বিশেষ দৃষ্টি রাখছেন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সকল ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন করেছে। তাই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোটদিয়ে আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় আনবেন’।
শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যমল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান শিকদার, মাগুরা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান মনির ও শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।