মাগুরা প্রতিনিধি
মাগুরা শালিখা উপজেলার বুনাগাতী বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে মুদি দোকান ও গুদামসহ ১০টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় চন্দন কুন্ডুর মুদি দোকান, বরুণ কুন্ডুর মুদি দোকান ও গুদাম, দিবাশিষের মুদি দোকান, শাহ আলম ডেন্টাল কেয়ার, উজ্জ্বল র্ফামেসি, প্রশিষ কুন্ডুর চালের আড়ত, গৌতম নাথের কাপড়ের দোকান, উজ্জ্বল শিকদারের ধান পাটের গুদাম এবং মনু মিয়ার মুদী দোকান পুড়ে যায়। এতে সব মিলে আমাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাত ২টার দিকে প্রথমে বাজারের পাহারাদাররা আগুনের ঘটনা টের পেয়ে মাগুরা ও যশোরের বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলেও ফায়ার সার্ভিস উপস্থিত না হওয়ায় ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চায় তারা। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় শালিখা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বুনাগাতী ইউপি চেয়ারম্যান বখতিয়ার লস্কর জানান, রাত ২টার দিকে বাজারে নিরাপত্তা কর্মীরা আমাকে ফোন দিলে আমি সাথে সাথেই ফায়ার সার্ভিসে ফোন দিলেও ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩ টার পর ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণ ১০টি দোকান পুড়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার সোহাগুজ্জামান জানান, শনিবার রাত আড়াই টার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরম বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: যশোর হাসপাতালে ১২ দিনে ভর্তি হয়েছেন ৩৫০ রোগী
১ Comment
Pingback: মাগুরায় গরু চুরির অপবাদে দিনমজুরকে কুপিয়ে হত্যা