শালিকা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের সজিব (১৩) নামের এক কিশোরকে চুরির অপবাদে পায়ে পেরেক ফুটিয়ে শারীরিকভাবে অমানবিক নির্যাতন করেছে স্থানীয় এক পোল্ট্রি ও মুদি ব্যবসায়ী হাসান আলী। আহত সজিব শালিখা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হাসান আলীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
ছান্দড়া গ্রামের চৌরাস্তার জাফর আলীর পুত্র পোল্ট্রি ও মুদি ব্যবসায়ী হাসান আলী শুক্রবার জুমার নামাজের পর তার দোকানে সজিবকে দেখতে পেয়ে চুরির অপবাদে মারপিট করে ও পায়ে পেরেক ঢুকিয়ে নির্যাতন করে আহত করে।
আরও পড়ুন: মাগুরার জোনাব হত্যা মামলার আসামি আটক
শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা জামান বলেন, আহত ওই শিক্ষার্থীর পায়ে ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে।
সজীবের পিতা কহিনুর মোল্লা বলেন আমার ছেলেকে মারপিটের ঘটনা সত্য। স্থানীয়রা বলেছেন মোটা অংকের টাকা পেয়ে কোহিনুর মামলা থেকে বিরত রয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম বলেন আহত সজিবের পিতা মামলা না করায় আমরা হাসান আলীকে ১৫১ ধারায় গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।
