মারুফ রায়হান, (মাগুরা)
মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার টিয়োরখালী গ্রামের হাসান মন্ডলের বাড়ি থেকে ভিজিএফএর ৫৬ বস্তা সরকারি চাউল জব্দ ও করিমন চালক হাসান কাজী (৩৮) এবং দীঘোল গ্রামের করিমন চালক খয়ের মন্ডলকে (৩৮) আটক করেছে। আটকদের পরিবার জানান, স্থানীয় দীঘোল গ্রামের রাজু শিকদার এই চালের মালিক।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দুইজন আটক এবং মূলহোতা রাজু শিকদার পলাতক বলে জানিয়েছেন।
