শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরা শালিখার ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, ২নং ওয়ার্ডের মেম্বর জাকির হোসেন ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সুফিয়া খাতুনকে ছান্দড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে গতকাল।
মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাজুরা শহীদ সিরাজ উদ্দিন হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ পরিতোষ কুমার ঘোষ। বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার আবুল হাসান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবক্কার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শিকদার ও বীর মুক্তিযোদ্ধা হারেজ উদ্দিন মাস্টার প্রমুখ।