শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের উপর অভীষ্ট সুফলভোগীদের ৩দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেষ হয়েছে মঙ্গলবার।
বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, বিআরডিবি মাগুরা জেলার উপ-পরিচালক শাহানারা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, বিআরডিবি ফরিদপুরের কৃষিবিদ বিল্লাল হোসেন ও শস্য উন্নয়ন কর্মকর্তা মৌমিতা পোদ্দার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল হক, জুনিয়র অফিসার মোঃ হুমায়ুন কবির। প্রশিক্ষণে ৪০জন সুফলভোগী অংশগ্রহন করেন।