শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরা জেলার শালিখা উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহ¯পতিবার। উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান।
প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, শালিখা থানা ভারপ্রাপ্ত ওসি বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, শালিখা প্রেসক্লাবের স¤পাদক মন্ডলীর সদস্য হাবিবুল হকসহ কমিটির সদস্য বৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের ড. বীরেন শিকদার (এমপি) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা।