জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে এক বৃদ্ধ বিধবা নারীর বিরুদ্ধে সতিন ছেলে-মেয়েরা অনৈতিকতার অভিযোগ তুলে গ্রাম্য শালিসের নামে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার রাতে সংঘটিত হয়েছে। বিধবা প্রচন্ড শীতে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার ধোপাখালী গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী রহিমা খাতুন (৫৫) বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমার সতিন ছেলে আশরাফ ও তার স্ত্রী সারজিনা খাতুন সরকারের দেয়া ঘর থেকে আমাকে উচ্ছেদ করতে আমাকে নানা ভাবে অত্যাচার নির্যাতন শুরু করে। আমি তাদের সব অত্যাচার নির্যাতন সহ্য করে স্বামীর ভিটেয় বসবাস করতে থাকি। কিন্তু আমার বিরুদ্ধে সাজানো অভিযোগ তুলে আমাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু ওই রাতেই আমার ঘরের সমস্ত মালামাল-কাঁথা-কাপড় বাইরে ফেলে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। এ অবস্থায় আমি কঠিন শীতের মধ্যে লোকজনের বাড়ীতে মানবেতর জীবনযাপন করছি।
আওয়ামী লীগ নেতা রাজা মিয়া বলেন, পরিস্থিতির কারণে শালিস করেছিলাম। কিন্তু শালিসের সুযোগ নিয়ে তাৎক্ষণিক ভাবে রহিমা খাতুনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যা অমানবিক ঘটনা। তবে চেয়ারম্যান বিষয়টি উদ্যোগ নিলে শান্তিপূর্ণ সমাধান হবে বলে আমার বিশ্বাস।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।