কল্যাণ ডেস্ক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্যালিব্রেশন ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
সাধারণত সেবা সরঞ্জামসহ যাবতীয় যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্যালিব্রেশন ফ্লাইট পরিচালনা করে থাকে কর্তৃপক্ষ।
রোববার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, বরিশাল থেকে ওই ক্যালিব্রেশন ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ড (জরুরি অবতরণ) করার সংবাদ পেলে সাহায্যের জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়।
ফ্লাইটটি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নিরাপদে অবতরণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: সায়েন্স ল্যাবরেটরির বিস্ফোরণে নিহত ৩