বিনোদন ডেস্ক
দেশের সিনেমা হলে প্রদর্শনের জন্য শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আজ (২১ ডিসেম্বর)। সেন্সর পাওয়ার বিষয়টি রাত ৯টা ২০ মিনিটে নিশ্চিত করেছেন বাংলাদেশে সিনেমাটির পরিবেশক অনন্য মামুন। দেশের ৪৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বাংলাদেশের পরিবেশক নির্মাতা অনন্য মামুন এ প্রসঙ্গে বলেন, ‘ডানকি’ সিনেমাটি সেন্সর পেয়েছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে প্রেক্ষাগৃহে ‘ডানকি’ সিনেমা দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
এ সিনেমার মাধ্যমে বলিউড নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার অভিনয় করছেন কিং খান শাহরুখ। তার বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। সেই সঙ্গে এ সিনেমা অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমন ইরানি, বিক্রম কোছার, অনিল গ্রোভার প্রমুখ।
‘ডানকি’ সিনেমার গল্প লিখেছেন অভিজিৎ যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁ। সিনেমায় দেখা যাবে ৪ বন্ধুর আবেগঘন বন্ধুত্বের গল্প।