নিজস্ব প্রতিবেদক: প্রথম বিভাগ ক্রিকেট লিগে শাহারিয়ার হোসেনের অপরাজিত ১১৪ রানের কল্যাণে পাঁচ উইকেটে জয় পেয়েছে ইয়াং ক্রিকেটার্স। বৃহস্পতিবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তাদের কাছে পরাজিত হয়েছে রেইনবো বয়েজ।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে রেইনবো বয়েজ ৩৯ ওভার পাঁচ বলে সব ক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৯ রান। পরে জবাব দিতে নেমে ৪১ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইয়াং ক্রিকেটার্স।
রেইনবো বয়েজের ব্যাটিং ইনিংসে নাজমুল ৬০, ইউসুফ ১০, এ রহমান ১১, মামুন ৫১, শাহিন ২৯ ও রনি অপরাজিত ১০ রান করেন। বল হাতে ইয়াং বয়েজের শাহারিয়ার হোসেন তিনটি, হাসানুর রহমান ও ধিমান পাল নেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন রাকিব হাসান ও আবির হোসেন।
ইয়াং ক্রিকেটার্সের ব্যাটিং ইনিংসে শাহারিয়ার হোসেন অপরাজিত ১১৪, ইকবাল হোসেন ১৩, শাহারিয়ার অনিক ১২ ও আবির হোসেন অপরাজিত ৪৪ রান করেন। বল হাতে রেইনবো বয়েজের জুয়েল দু’টি এছাড়া একটি করে উইকেট নেন শাহিন, তন্ময় ও এ রহমান।