ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলাধীন শিওরদাহ বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে শিওরদাহ বাজারে কমিটি গঠনপূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাজারের ব্যবসায়ী ডা. শাহাজাহান আলী।
এ সময় বাজারের প্রায় আড়াই শতাধিক দোকান মালিকের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে আবুল বাশার সাইকেল পার্টসের প্রোপাইটর আবুল বাশারকে সভাপতি ও অভি গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ের প্রোপাইটর আশরাফ হোসেন সাগরকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সহ-সভাপতি, নাসির উদ্দিনকে সহ-সাধারণ সম্পাদক ও মুকুল হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়া আরও ৮ জনকে সদস্য পদে মনোনিত করা হবে বলে অনুষ্ঠানের সভাপতি ডা. শাহাজাহান আলী জানিয়েছেন।
আরও পড়ুন: ঝিকরগাছায় জমি নিয়ে মারামারি, আটক ১