নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপালে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের ৩০ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ফয়লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের শিক্ষক শান্তনু সরকারের জন্মদিন উপলক্ষে স্থানীয় মোড়ল স্টোর থেকে একটি কেক আনা হয়। যদিও সেদিন প্রতিষ্ঠানটি বন্ধ ছিল, শিক্ষক শান্তনুর কাছে প্রাইভেট পড়তে এসেছিল কিছু শিক্ষার্থী। পরে সেখানে আয়োজন করা হয় জন্মদিন উদযাপনের।
কেক খাওয়ার ৫ মিনিটের মধ্যেই শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। তাৎক্ষণিকভাবে শিশুদের খাবার স্যালাইন খাওয়ানো হয় এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সব শিক্ষার্থী সুস্থ রয়েছে।
খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মোড়ল স্টোরে অভিযান চালান। সেখানে মেয়াদহীন কেক বিক্রির প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিক বেলাল মোড়লকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে দোকানে থাকা অবশিষ্ট কেক প্রকাশ্যে নষ্ট করার নির্দেশ দেন তিনি।
ইউএনও বলেন, ‘দোকানে বিক্রি হওয়া কেকগুলোর কোনো মেয়াদ ছিল না। ভবিষ্যতে যেন কেউ এমন পণ্য বিক্রি না করে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অসুস্থ শিশুদের খোঁজখবর নেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে।’
স্থানীয় এক দোকানদার জানান, ‘ফয়লা বাজারের অধিকাংশ কেকেই মেয়াদ উল্লেখ করা থাকে না। বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছে।’