ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (সেসিপ) যুগ্ম-প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সামসুন নাহার বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি করার দায়িত্ব আমাদের শিক্ষক সমাজের।
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ভোকেশনাল কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সরবরাহকৃত জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দিনব্যাপী ভোকেশনাল ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রশিক্ষণে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, ট্রেড ইলেকট্রিক্যাল শিক্ষক, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুণ-অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান, এসপিএসইউ উপপরিচালক (ইকুইটি) আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (মাধ্যমিক) এএসএম আব্দুল খালেক ও যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম।
আরও পড়ুন: দাউদ পাবলিক স্কুলের ছাত্র রাহুলের সন্ধান মেলেনি