নিজস্ব প্রতিবেদক
যশোরের আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ইন্টার্নশিপ অন সফট স্কিল ডেভেলপমেন্ট এন্ড কাস্টমার ম্যানেজমেন্ট নামে ইন্টার্নশিপ শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৩ মাস। এ সময় আগ্রহী শিক্ষার্থীরা পাবে নানান দক্ষতা উন্নয়ন মূলক সেশন। পাবলিক স্পিকিং, কমিউনিকেশন হ্যাকস, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বেসিক্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, টিম ওয়ার্ক, কাস্টমার ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের মতো একাধিক দক্ষতা উন্নয়ন মূলক সেশন। একই সাথে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীরা ইন্টার্নশিপে পাবেন প্র্যাক্টিকাল লেসন, মনিটরিং এবং টাক্স। প্রশিক্ষণ শেষে দেয়া হবে সনদপত্র।
আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক শাহীনের সভাপতিত্বে ইন্টার্নশিপের উদ্বোধনী সভায় জানানো হয়, শিক্ষার্থীরা এখনএকাডেমিক শিক্ষার বাইরে প্র্যাক্টিকাল জ্ঞান থেকে অনেক পিছিয়ে থাকে, ফলে ভাইভা বোর্ডে গিয়ে তাদেরকে ভিন্ন পরিবেশে পড়তে হয় এবং বেকারত্ব কাটাতেই জীবন পার করতে হয়। তাই, এ সব সমস্যা সমাধানে ও বেকারত্ব দূর করতে আইডিয়ার এই আয়োজন। এই প্রািশক্ষণ গ্রহণ করতে শিক্ষার্থীদেরকে কোনো রকম কোর্স ফি দেয়া লাগবে না।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ, আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আইডিয়া স্পোকেন কোর্ডিনেটর নাবিলা সুলতানা, ইন্টার্নশিপে অংশ নেয়া শিক্ষার্থী লাকী প্রমুখ। সকাল ও বিকেল শিফট মিলে মোট ৩০ শিক্ষার্থীকে নিয়ে সংগঠনটি প্রথমবারের মতো এই প্রশিক্ষণ চালু করলো।