আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর
কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে। উন্নত প্রযুক্তিটাও যেন সে আয়ত্ত করতে পারে। কারণ, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতেই হবে।
তিনি বলেন, জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা শতভাগ। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মাটি ও মানুষের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তাই জনগণ আগামী নির্বাচনেও স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।
আরও পড়ুন:বঙ্গবাজারের আগুনের তাপ যশোরের ঈদ বাজারে
বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কেশবপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের নগদ টাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শাহীন চাকলাদার নগদ টাকা ও ট্যাব শিক্ষার্থীদের হাতে তুলে দেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১০০ জনকে ২ লাখ ৪০ হাজার, পঞ্চম থেকে দশম শ্রেণির ৮০ জনকে ৪ লাখ ৮০ হাজার ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ৩০ জনকে ২ লাখ ৮৮ হাজার নগদ টাকা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন শিক্ষার্থীকে ২৫২টি ট্যাব প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার এ এস এম জিল্যুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন প্রমুখ।
এছাড়া এদিন বিকেলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ২ কোটি ৮৩ লাখ টাক ব্যায়ে নব-নির্মিত উপজেলা কৃষি অফিসের দ্বিতল ভবন উদ্বোধন করেন।
আরও পড়ুন:কাগজের তৈরি কলম ব্যবহার শেষে মাটি পেলে গাছ হবে!
