নিজস্ব প্রতিবেদক
যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়ের ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। প্রধান আলোচক ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র ও বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা খুবই জরুরি। খেলাধুলা শারীরিক ও মানসিক অবস্থা ভালো রাখে। আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। আমাদের সকলের প্রিয় এ দেশের জনগণের আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলা দেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।