নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী নির্যাতনে অভিযুক্ত সিকিউরিটি সুপারভাইজার বদিউজ্জামান বাদলকে স্থায়ী বহিষ্কার দাবিতে শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান করেন আন্দোলনকারীরা। এসময় বাদলের স্থায়ী বহিষ্কার চেয়ে স্লোগান দিতে থাকেন তারা।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল যবিপ্রবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল ও কর্মচারী শাহিনুর রহমান সাগরসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে এনএফটি বিভাগের স্মাতকোত্তর শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে চারশতক জমি ক্রয় করে ফটোকপির দোকান দিয়ে তার পড়াশোনার খরচ চালান। কিন্তু সেই জমি দখল নেয়ার জন্য বাদল বিভিন্ন সময় আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় তাকে হাতুড়িপেটা করা হয়। এঘটনায় বদিউজ্জামান বাদলকে সাময়িক বহিষ্কার করা হয়। হামলার ঘটনায় মামলা হলে তিনি জামিনে সম্প্রতি মুক্তি পেয়েছেন।
এদিকে, অভিযুক্ত বাদলসহ জড়িতদের ক্যাম্পাস থেকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বহিষ্কার দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে যবিপ্রবি প্রক্টর হাসান মোহাম্মদ আল এমরান এসে বিষয়টি সুরাহা করতে চাইলে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যান এবং উপাচার্য না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এসময় তিনি বলেন, ঘটনা ঘটার সাথে সাথেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করেছিল। আগামী (১৩ মে) রিজেন্ট বোর্ডে এই বিষয়টি উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করেন, নিয়মানুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।