নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নারীর যৌন হয়রানির প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে রোববার বিকালে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এনামুল হক বিভাগের অন্যান্য শিক্ষকের সামনে একই বিভাগের শিক্ষক নাজমা আফরোজকে যৌন হয়রানিমূলক আচরণ করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, ‘একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন ঘটনা ঘটাবেন, এটা অকল্পনীয়। সহকর্মীর সাথে যে অশ্লীল বাক্য এবং অঙ্গভঙ্গি করেছেন, তা ঠিক করেননি। দেশের অগ্রগতির জন্যে নারীদের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এখনো নারীদের সেই স্বাধীনতা নিশ্চিত হয়নি। একজন সচেতন শিক্ষিত এমনকি শিক্ষক মানুষ হয়েও নারীর সঙ্গে যৌন হয়রানি মেনে নেওয়া যায় না। শিক্ষিত মানুষের লেবাস ধরে থাকা এই মনোবিজ্ঞান শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তার বিচার করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি, দৈনিক কল্যাণের প্রকাশক ও সম্পাদক মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সভাপতি শাহীন ইকবাল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশীদ, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক, সাংবাদিক মনিরুল ইসলাম, জয়তী সোসাইটির কর্মকর্তা বর্ণালী সরকার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৪ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন বিভাগীয় সভাপতির অফিস কক্ষে শিক্ষকদের উপস্থিতিতে বিভাগীয় শিক্ষক অধ্যাপক এনামুল হক আরেক নারী শিক্ষকের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ ও ভাষা ব্যবহার করেন।
