মণিরামপুর প্রতিনিধি
স্কুল শিক্ষিকাকে মারপিটের ঘটনায় সেই যুবলীগ নেতা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মণিরামপুর পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশ রোববার দুপুরে মিজানুর রহমানের বাড়িতে পাঠানো হয়। মিজানুর রহমান মণিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড (দুর্গাপুর) যুবলীগের সভাপতি।
নোটিশে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালিমা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও সম্মানহানীর অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশে বিষয়টি বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা করতে পারেন না বলে উল্লেখ করে বলা হয়েছে এটি দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। গঠনতন্ত্রের ২২ (ক) অনুচ্ছেদ মোতাবেক সংগঠনের চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে আগামী ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকা ছালিমা আক্তারকে কিলঘুষি মারতে শুরু করেন মিজান। ওই শিক্ষিকা মিজানুর রহমানকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার মিজানুরকে পুলিশ আটক করে আদালতে পাঠায়।