যশোর ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এবারের আসর। ইতোমধ্যে দলবদল সম্পন্ন হয়েছে। ১২টি দল নিজেদের পছন্দমত ক্রিকেটার নিয়ে সাজানোর চেষ্টা করেছে সেরা দল। এছাড়া দলে বহিরাগত ক্রিকেটার নেয়ার সুযোগ রাখা হয়েছে।কে কত সেরা দল গঠন করেছে অবশ্য তা বলে দেবে মাঠে। তবে তার আগে কে কেমন দল গড়লো তা জানার চেষ্টা করেছে দৈনিক কল্যাণের ক্রীড়া প্রতিবেদক এম এ রাজা। ধারাবাহিক প্রতিবেদনের প্রথম দিনে থাকছে ডিফেন্ডিং চাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাব।
১৯৯৫ সালে প্রথমবারের মত যশোর ক্রিকেট লিগে অংশ নেয় যশোর ক্রিকেট ক্লাব। শুরুর দিকে বড় কোন সাফল্য পায়নি দলটি। ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী এনাম আহমেদ দলটির সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে বড় সাফল্য পেতে থাকে দলটি। ২০১৫ সালে প্রথম বিভাগ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় প্রথম বিভাগে।
প্রিমিয়ারে উঠেই ২১ বছর পর ২০১৬ সালে প্রথমবারের মত যশোরের শীর্ষ ক্রিকেট লিগে শ্রেষ্ঠত্ব অর্জন করে। সেই সাফল্য ধরে রেখে টানা তৃতীয় লিগ শিরোপা শোকেস ভরে দলটি। চলতি মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় ক্লাবটি। শিরোপা ধরে রাখার মিশনে ভারসাম্যপূর্ণ দল গড়েছে। প্রত্যেক পজিশনে দলে ভিড়িয়েছে একাধিক খেলোয়াড়। যদিও দল ছেড়ে গেছে চ্যাম্পিয়ন দলের দুই সদস্য খুলনা বিভাগীয় দলের ওপেনার হাসানুজ্জামান ও ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ খেলা ডানহাতি পেসার রনি হোসেন। তবে সেই স্থান পূরণ করতে দলে নেয়া হয়েছে দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে প্রতিনিধিত্ব করা একাধিক খেলোয়াড়। যশোর জেলা ক্রীড়া সংস্থার কাছে ১৪ জনের যে দল জমা দিয়েছে তাতে অলরাউন্ডারের আধিক্য রয়েছে দলটিতে। বিশেষ করে পেস বোলিং অলরাউন্ডার।
দল নিশ্চিত করেছেন উইকেটকিপার ব্যাটার ইমরানুজ্জামান। ইমরান গত কয়েক বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ও খুলনা বিভাগীয় দলের হয়ে নিয়মিত পারর্ফম করছেন। উইকেটকিপার হিসেবে বিকল্প রাখা হয়েছে সর্বশেষ আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী আহাদ গাজীকে। এই দুজন আবার টপ অর্ডারের দায়িত্ব সামলাবেন। এই দুজনের সাথে টপ থ্রিতে দেখা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলা আজিজুল হাকিম তামিমকে।
তামিম খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করছে। যশোরের পরীক্ষিত খেলোয়াড় রুশাদ হোসেন রুশাদকেও দেখা যাবে টপ অর্ডারে। ব্যাট হাতে গত মৌসুমে সেঞ্চুরির করেছিলেন রুশাদ। এছাড়া তৃতীয় পেসারের কাজ সারতে মাঝে মধ্যে ডাক পড়বে রুশাদের।
মিডল অর্ডারের জন্য দলে নেয়া হয়েছে যশোর জেলা দলের অলরাউন্ডার সুকান্ত বিশ^াস, রাজশাহীর বাংলা ট্রাক ক্রিকেট একাডেমিতে প্রাকটিশ করা যশোর অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় আসিফ হোসেন, আল ফাহাদ ইসলামকে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সুকান্তকে বল হাতেও দেখা যাবে।
অলরাউন্ডার তালিকায় রয়েছে ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ খেলা খুলনা বিভাগীয় দলের বাঁহাতি স্পিনার টিপু সুলতান, পেস বোলিং অলরাউন্ডার ফয়সাল ইমামী গোল্ড। স্পিনার হিসেবে দলে আছে বাঁহাতি গত বছর ম্যাগপাই ক্লাবের খেলা সুমন হোসেন, দলের পেস বিভাগের নেতৃত্ব দেবেন যশোরের অভিজ্ঞ ডানহাতি পেসার আমিনুর রহমান। পেস বিভাগে দায়িত্ব সামলানোর জন্য নেয়া হয়েছে জেলা দলের দুই পেসার আমিনুর রহমান। আমিনুরের সাথে থাকবেন নাহিদ হাসান।
এখনও পর্যন্ত দলের অধিনায়ক কে হবে তা ঠিক করা হয়নি। তবে দল সূত্রে জানা গেছে, রুশাদ হোসেন, ইমরানুজ্জামান, আমিনুর রহমানের মধ্যে থেকে কাউকে দেয়া হয়ে এই দায়িত্ব। তবে অভিজ্ঞতা এগিয়ে থাকবেন আমিনুর রহমান। এর আগে ম্যাগপাই ক্লাবের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন আমিনুর।
যশোর ক্রিকেট ক্লাব দল
সাজিদ হাসান পলাশ, ইমরানুজ্জামান, টিপু সুলতান, রুশাদ হোসেন, আল ফাহাদ ইসলাম, ফয়সাল ইমামী গোল্ড, আমিনুর রহমান, আব্দুল আহাদ গাজী, নাহিদ হাসান, আব্দুর রহমান, সুমন হোসেন, সুকান্ত বিশ^াস, আজিজুল হাকিম তামিম, আসিফ হোসেন।
যশোর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোকসেদ সফী বলেন, ১৯৯৫ সাল থেকে যশোর ক্রিকেট লিগে অংশ গ্রহণ করি। তবে সাফল্য পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। মূলত কাজী এনাম আহমেদ সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে আসে আমাদের বড় সাফল্য। চলতি বছরও শিরোপা ধরে রাখার জন্য শক্তিশালী দল গড়া হয়েছে।