নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত বরণের আয়োজন করে যশোর জেলা শিল্পকলা একাডেমি। করোনা বিধিনিষেধের কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর সকল আয়োজন অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি প্রচার করা হয়। সকাল সাড়ে দশটায় একাডেমি মিলনায়তনে নাচ, গান, আবৃতি পরিবেশন করেন শিল্পীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ সভাপতি সুকুমার দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনর রশীদ, সাবেক কার্যকারি সদস্য চঞ্চল সরকার।
জেলা কালচারাল অফিসার হায়দার আলী জানান, করোনা বিধিনিষেধের কারণে এবার বড় পরিসারে কোন আয়োজন করা হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সল্প পরিসারে একাডেমির শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ফেসবুক মাধ্যমে লাইভ প্রচার করা হয়েছে।