নিজস্ব প্রতিবেদক
যশোরে সৎ মায়ের হাতে হত্যার শিকার শিশু জোনাকির স্মরণে দেড়শতাধিক শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দিয়েছে সামাজিক সচেতন সংস্থা (সাসস)। শনিবার বিকেলে শহরের কালেক্টরেট চত্বরে শিশুদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম (পিপিএম) বলেন, ঈদের আনন্দ থেকে যাতে ছিন্নমূল শিশুরা বঞ্চিত না হয় এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই আয়োজন করা হয়েছে। সম্প্রতি যশোরে ৯ বছরের শিশু জোনাকিকে তার সৎ মা নির্মমভাবে হত্যা করে। এমন ঘটনার যাতে আর না হয় সেজন্যও সাসসের পক্ষ থেকে সকলকে সচেতন করা হচ্ছে।
পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিহত জোনাকির পিতা শাহীন তরফদার, সাসসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মিজানুর রহমান, কাজী বাপ্পি, আমিনুর ইসলাম প্রমুখ।