নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুরে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ছোট সোনামণিদের সাথে গতকাল বৃহস্পতিবার ইফতার করেছেন জেলা প্রশাসক যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিশু পরিবারের ৫৪ জন নিবাসীর মাঝে নতুন পোশাক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। জেলা প্রশাসন যশোরের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়।