নিজস্ব প্রতিবেদক
যশোরে সাড়ে চার বছরের মেয়েকে হাত-পা বেঁধে ধর্ষণ চেষ্টা করার অভিযোগে মামলা করে বিপাকে পড়েছেন তার পিতা (বাদী) ও স্বজনরা। মূল আসামি আরমান গ্রেফতার হলেও তার লোকজন প্রতিনিয়ত বাদীকে হুমকি দিয়ে আসছে। এজন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ দুপরে শহরের খড়কি সার্কিট হাউজপাড়ায় এই ঘটনা ঘটে।
আসামি আরমান হোসেন একই এলাকার বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া টুটুল হোসেনের ছেলে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ১৯ মার্চ দুপুর ১টার দিকে মেয়েটির বাবা বাসায় এসে দেখেন আরমান হোসেন তার ঘরের মধ্যে সাড়ে চার বছরের মেয়েটিকে তার পরনের কাপড় খুলে হা-পা বেধে ধর্ষণের চেষ্টা করছে। এসময় মেয়েটি গোংড়ানিতে তিনি ঘরের দরজায় এসেই শুনতে পান। এরপরে আরমানকে ধরে ফেলেন। কিন্তু ধস্তাধস্তি করে সে ছুটে পালিয়ে চলে যায়। এরপর বিষয়টি আরমানের বাবাকে জানানো হয়। তবে তার বাবাসহ পরিবারের অন্য লোকজনে এই বিষয়ে বাড়াবাড়ি করলে হুমকি দিতে থাকে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বিকেলে আরমানকে আটকের পর থানায় নিয়ে যায়। কিন্তু থানার মধ্যে প্রবেশের পরই স্থানীয় জনগণ তাকে গণধোলাই দেয়। এই ঘটনায় মামলা দিয়ে পুলিশ পরদিন আসামি আরমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
কিন্তু আরমানের পরিবারসহ তাদের স্বজনেরা এই মামলাটি প্রত্যাহারের জন্য বাদীকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিনারা আলম বলেছেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।