নিজস্ব প্রতিবেদক
সোমবার দলগত বিভিন্ন খেলার মাধ্যমে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মাঠের লড়াই শেষ হয়েছে। অ্যাথলেটিক্সের বালক বড় বিভাগে ব্যক্তিগত রানার আপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন যশোরের বাঘারপাড়ার রায়পুর স্কুল অ্যান্ড কলেজের চয়ন কুমার বিশ্বাস।
অ্যাথলেটিক্সের প্রথম ইভেন্ট ১০ মিটার দৌড়ে ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন। ২০০ মিটারে অংশ নিতে চাইলেও খুলনা থেকে নাম না পাঠানো অংশ নিতে পারেনি। তবে দীর্ঘ লাফে ৬.৫৯ মিটার লাফ দিয়ে প্রথম হন। এছাড়া ২০০ মিটার রিলেতে গোলাপ অঞ্চলকে প্রথমস্থান পেতে সাহায্য করেন। চয়ন জাতীয় যুব গেমসের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন চয়ন।
চয়নের ব্যক্তিগত সাফল্যর সাথে দলগতভাবে যশোরের আরও তিনটি স্কুল সাফল্য দেখিয়েছেন।
এর মধ্যে ব্যাডমিন্টন দ্বৈত ছাত্রী প্রতিযোগিতায় পূর্ণ নয় পয়েন্টে সংগ্রহ করে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব দেখিয়েছেন সেবা সংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ের হয়ে খেলা আপন দুই বোন ম্যাথেনা মাধুর্য্য বিশ্বাস ও মারগারেট মুগ্ধ বিশ্বাস।
এছাড়া ছাত্রী বাস্কেটবলে প্রগতি বালিকা বিদ্যালয় ছয় পয়েন্ট অর্জন করে হয়েছে রানার আপ। ছাত্র ভলিবলে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয় হয়েছে রানারআপ।
