নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে থার্টি-ফার্স্ট নাইট উদযাপন করলো স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। বিদায়ী বছরের রাতে শতাধিক শীতার্তের মাঝে সংস্থার সদস্যরা শীতবস্ত্র বিতরণ করেন।
রোববার রাতে যশোরের খড়কীতে অবস্থিত আইডিয়া সমাজকল্যাণ সংস্থা থার্টি-ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আয়োজন করেছিলো শীতবস্ত্র বিতরণ-২০২৪। যার মধ্য দিয়ে শতাধিক মানুষের কাছে তারা কম্বল তুলে দেয়া হয়। দুই ধাপে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো হামিদুল হক শাহীন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মাদ কামরুল এনাম আহমেদ। সংস্থার কার্যালয়ে প্রথম ধাপে কম্বল বিতরণের পর মধ্যরাতে সংস্থার সদস্যরা গায়ে কম্বল জড়িয়ে বেরিয়ে পড়েন রাস্তায় ও রেলস্টেশনে। সেখানে ঘুমিয়ে থাকা শীতার্তদের গায়ে সেই কম্বল জড়িয়ে দেন তারা।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মো হামিদুল হক বলেন, ‘হৃদয়ের উষ্ণতায় মুড়ে দিই শীতের কাঁপন’ এই স্লোগানে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ উৎসব আইডিয়ার স্বেচ্ছাসেবকরা প্রতিবছরের থার্টি-ফার্স্ট নাইটেই উদযাপন করে। মূলত রাত ১২ টায় যখন পুরো শহর ফানুশ উড়ানো, আতশবাজি ফোটানোয় ব্যস্ত থাকে, তখন আইডিয়ার স্বেচ্ছাসেবকরা নিজেদের গায়ে কম্বল জড়িয়ে বেরিয়ে যায় শহরে রাস্তায়, রেলস্টেশনে। নিজেদের গায়ে থাকা কম্বল ফুটপাতে, রেলস্টেশনে শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেয় শিক্ষার্থীরা।
নিজেদের গায়ের কম্বল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিয়ে নিজেদের উষ্ণতা বিলিয়ে আসার শিক্ষা নেয় তারা। নিজেদের গায়ে জড়ানো উষ্ণতা শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেওয়ার এই স্বেচ্ছাসেবা দিয়েই শিক্ষার্থীরা শেষ করে পুরোনো বছর ও বরণ করে নতুন বছর।