ক্রীড়া ডেস্ক
শেষ মুহুর্তের গোলে হার নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষ থাকা ক্লাব আল নাসরকে মাঠ ছাড়তে হয়েছে। এই হারের পর লিগ টেবিলেও শীর্ষস্থান হারিয়েছে দলটি। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে সৌদি ডার্বিতে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের দুই সেরা দল আল নাসর ও আল ইত্তিহাদ। যেখানে আল নাসরকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে আল ইত্তিহাদ।
সর্বশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে শীর্ষস্থান ভালোভাবে রেখেছিল আল নাসর। দারুণ ফর্মে থাকা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও ক্লাবের হয়ে শেষ চারটি ম্যাচে ৭ গোল সঙ্গে দুই অ্যাসিস্ট করেছেন।
গতকালের ম্যাচে গোলের সর্বাত্মক চেষ্টা করেছিলেন রোনালদো। তিনটি অন টার্গেট শটও নিয়েছিলেন। কিন্তু কাজে লাগেনি।
প্রথমার্ধ গোল শুন্য ব্যবধানে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে আল ইত্তিহাদের বিপক্ষে পেরে ওঠেনি স্বাগতিক আল নাসর। খেলার ৮০ মিনিটে ইত্তিহাদকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোমারনিওহো (১-০)। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল ইত্তিহাদ।
এই জয়ে ২০ ম্যাচে ১৪ জয় ৫ ড্র ও ১ হারে শীর্ষ থাকা আল ইত্তিহাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। সমান সংখ্যাক ম্যাচে ১৪ জয় ৪ ড্র ও ২ হারে দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের সংগ্রহ ৪৬ পয়েন্ট।
আরও পড়ুন:হাসানের তোপের পর শান্তর ঝড়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ